নাবালককে নৃশংস ভাবে হত্যা সামসেরগঞ্জ ব্লকের পুরাতন ডাকবাংলায় - DHULIYAN TOWN

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 8, 2020

নাবালককে নৃশংস ভাবে হত্যা সামসেরগঞ্জ ব্লকের পুরাতন ডাকবাংলায়

 

 

 এক নৃশংসতম ঘটনার সাক্ষী রইলো সামসেরগঞ্জবাসি।রেহান মহালদার নামের বছর ছয়েক-এর এক বালককে অপহরণ করে  ঘাড় মটকে মেরে ফেললো দুষ্কৃতীরা।


ঘটনাটি ঘটে সামসেরগঞ্জ ব্লকের পুরাতনডাকবাংলায়। সকাল দশটার সময় রেহান মোবাইল ফোন নিয়ে বাড়ির পাশে একটি মাঠে যায়। বেলা গড়িয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরত আসায় খুঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজনেরা। এমন সময় দুপুর 1 টা নাগাদ ছেলের মোবাইল থেকে ফোন আসে। ভেসে আসে এক অচেনা কণ্ঠ।রেহান মহালদার বাবা সুরাজ মহালদার জানায় দুষ্কৃতীরা দুই লক্ষ টাকা নিয়ে মোরগ্রামে আসতে বলে এবং ছেলেকে নিয়ে যেতে বলে। দিন-মজুর সুরাজ মহালদার পক্ষে দুই লক্ষ টাকা মুক্তিপন জোগাড় করে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসা সম্ভব ছিলোনা। সময় নষ্ট না করে তারা স্থানীয় থানা সামসেরগঞ্জ পুরো ব্যাপারটা জানিয়ে আসে। পুলিশ মোবাইল নাম্বারটি ট্রাক করে জানতে পারে যে ফোনটি থেকে দুষ্কৃতীরা কল করেছিল তার লোকেশনটি মোরগ্রাম নয়,সেটি ডাকবাংলা থেকে কিছুটা দূরে অবস্থিত গ্রাম ঘোষপাড়া।


বিকেল 4.30 টা নাগাদ একদল পুলিশ বাহিনী রেহানের মৃতদেহ উদ্ধার করে। গলার পাশে কাঁটা দাগ ও নাকে রক্ত প্রবাহের চিন্হ লক্ষ্য করা গেছে। প্রাথমিক অনুমান ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বালকটিকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


ঘটনাটির পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দোষীর কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছে এলাকাবাসি। তবে শেষ সূত্রের খবর পাওয়ার পর্যন্ত এখন পর্যন্ত পুলিশের হাতে তেমন কোনো তথ্য জোটেনি যার সাহায্যের অপরাধীর কাছে পৌঁছাতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here