বাংলায় ৮৬ শতাংশ মানুষ বাঙালি, তাদের অধিকার খর্ব করে কোন সিন্ধান্ত নেওয়া যাবে না। কেন্দ্রীয় বিদ্যালয়ে সুপারিশে মাত্র একজন বাঙালি ছাত্রের নাম থাকায় চিঠি মারফত এই বক্তব্য লোকসভার সাংসদকে স্মরণ করিয়ে দিলো বাংলা পক্ষ।সংগঠনের তরফে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ১০ জন পড়ুয়াকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য সুপারিশ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তালিকা প্রকাশ হলে দেখা গেছে, সেখানে একজন মাত্র বাঙালি ছাত্রের নাম রয়েছে ওই তালিকায়। যা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে বাংলা পক্ষ।
সংগঠনের বক্তব্য ব্যারাকপুর বাঙালি অধ্যুষিত একটি অঞ্চল। সেই অঞ্চলের লোকসভা প্রতিনিধির তালিকায় একজন মাত্র বাংলাই ছাত্রের স্থান পাওয়া প্রমাণ করে বাঙালির অধিকার খর্ব করা হয়েছে।
সংগঠনের তরফে দাবি করা হয়েছে আগামী দিনে এই ধরণের তালিকায় অন্তত ৯০% শতাংশ বাঙালির নাম রাখতে হবে।
No comments:
Post a Comment